লক্ষ্মীপুরে মো. রিফাত নামের এক পথভোলা শিশুকে পাওয়া গেছে। আনুমানিক ৫ বছর বয়সী ছেলেটি বাবার নাম মো. হাসেম ও মায়ের নাম রেহেনা বেগম বলতে পারছে।
শিশুটি বাড়ির নাম-ঠিকানা বলতে পারছে না। সোমবার সকাল ১১টার দিকে তাকে পৌরসভার ঝুমুর মোড় এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
সদর থানা সূত্র জানায়, খবর পেয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আরেফিন তাকে আদালতে নিয়ে যান। আদালত শিশুটিকে লক্ষ্মীপুর শিশু পরিবারে রাখার নির্দেশ দেয়।
এ ব্যাপারে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, আদালত শিশুটিকে জেলা শিশু পরিবারে রাখার নির্দেশ দিয়েছে। অভিভাবকরা ছেলেকে শনাক্ত করে সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করে আদালতের মাধ্যমে তাকে নিয়ে যেতে পারবেন।
কাজল কায়েস/এএম/এমএস