লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এসময় এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সানা উল্যা, আবদুর রহিম, হারুন ও আবুল কাসেম ওরফে কাসেম মাঝি। তারা কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি আনোয়ারকে বেকসুর খালাস দেয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা এলাকায় জোরপূর্বক ওই গৃহবধূর বসত ঘরে ঢুকে গণধর্ষণ করে আসামিরা। এসময় তাকে ব্যাপক শারিরীক নির্যাতন করা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ২৯ ডিসেম্বর কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
পরে পুলিশ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চার্জশিট দাখিল করে। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
কাজল কায়েস/এফএ/পিআর