লক্ষ্মীপুরের রামগতিতে কলেজছাত্রীর আপত্তিকর ছবি দেখিয়ে পরিবারের কাছে চাঁদা দাবি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ছাত্রীর বাবা বুধবার সকালে রামগতি থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন। এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ২২ মার্চ ছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আটকরা হলেন, রামগতির আলেকজান্ডার কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র মো. সোলায়মান (১৮) ও আরাফাত টেলিকমের মালিক জসীম উদ্দিন (২৮)। সোলায়মান পৌরসভার শিক্ষাগ্রাম এলাকার মো. দুলালের ছেলে এবং জসিম চর পোড়াগাছা গুচ্ছগ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।
মামলার বাদী কলেজ ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নোয়াখালী সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। গত ১৯ মার্চ অজ্ঞাত কোনো ব্যক্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার ঘরের জানালা দিয়ে গোপনে একটি চিঠি ও মোবাইল ফোনের একটি মেমোরি কার্ড রেখে যায়।
পরে মোবাইল ফোনে জানানো হয়, ওই মেমোরি কার্ডে তার মেয়ের আপত্তিকর ছবি রয়েছে। এ সময় তারা ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে মেয়ের আপত্তিকর ছবি ফেইসবুকসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে তিনি ২২ মার্চ রামগতি থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়।
এর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
কাজল কায়েস/এএম/এমএস