দেশজুড়ে

কাপ্তাই লেককে দূষণমুক্ত করার উদ্যোগ

বর্জ্যে দূষণের শিকার রাঙামাটির কাপ্তাই লেক। মলমূত্র, ময়লা, আবর্জনাসহ প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য গিয়ে পড়ছে লেকে। এসব বর্জ্য ফেলছে স্থানীয়ভাবে বসবাসকারীসহ যাতায়াতকারী লোকজন।

বর্জ্যে বিষাক্ত হওয়ায় খাবার অযোগ্য লেকের পানি। দ্রুত দূষণ রোধ করা না গেলে পরিস্থিতি হবে ভয়াবহ। এ অবস্থায় কাপ্তাই লেককে দূষণমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে আয়োজিত ‘পরিবেশ ও পর্যটকবান্ধব কাপ্তাই লেক’ বিষয়ক এক সোস্যাল মিডিয়া সংলাপে উত্থাপিত প্রস্তাবে উদ্যোগটি দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।

সংলাপে বলা হয়, ১৯৬০ সালে মানবসৃষ্ট বৃহত্তম জলরাশি কাপ্তাই লেককে যেভাবেই হোক দূষণ থেকে রক্ষা করতে হবে। এজন্য প্রয়োজন জনসচেতনতা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মানিক মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত সচিব জিয়াউর রহমানসহ প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারা ভিডিও কন্ফারেন্সে সংলাপে অংশ নেন।

এদিকে, অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস