ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার টাকাপয়সা বাবা বিশারত আলী মোল্লার (৬৫) সঙ্গে বাকবিতণ্ডা হয় ছেলে আলাউদ্দীনের। তারপর যে যার মতো রাতের খাবার থেয়ে শুয়ে পড়ে। কিন্তু রাতের কোনো এক সময় বৃদ্ধ বাবা বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্তান আলাউদ্দীন ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে এরাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে থবর দেয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, রাতে খাওয়া দাওয়ার পর তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ কর্মকর্তা আরো জানান, বড় ছেলে আলাউদ্দিনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিশারত আলীর বিরোধ চলছিল। ঘটনার পর বড় ছেলে আলাউদ্দিন পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে তিনিই এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। আলাউদ্দীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর