ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট থেকে হাতিয়ায় যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে একটি খেয়া ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার দীপক চৌধুরী জানান, ঝড়ের কবলে পড়লে ট্রলারটিকে চরের কাছাকাছি নিয়ে আসা হয়। পরে ডুবে যাওয়া ট্রলার থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় ৪/৫টি গরু মারা গেছে। ওই ট্রলারে যাত্রীর পাশপাশি গরুও বহন করা হচ্ছিল। ট্রলারটি সকাল পৌনে ১১টায় হাজিরহাটের রিজিরখাল থেকে হাতিয়ার ৪ নম্বর ঘাটের উদ্দেশ্যে ছাড়ে। ট্রলারের মালিক প্রাণ কৃষ্ণ ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত করেছেন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। এসএস/বিএ/এমএস/আরআইপি