জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের ছাত্রী মমতাজ খাতুন মিমিকে হত্যার অভিযোগে একই কলেজের ছাত্র মাহমুদুল হাসানকে ফাঁসি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জামালপুরের জেলা ও দায়রা জজ সাইদুর রহমান খান এই আদেশ দেন।
নিহত মমতাজ খাতুন মিমি ময়মনসিংহের কোতয়ালী চরপাড়া (নয়াপাড়া) এলাকার এস এম এ মান্নানের মেয়ে এবং দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান ময়মনসিংহের কেয়াটখালী এলাকার ড. আব্দুল বারীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের লেভেল-৪ এর শিক্ষার্থী মিমিকে ছাত্রী হোস্টেলে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে একই কলেজের ছাত্র মাহমুদুল হাসান। এ ঘটনায় ওই দিনই হোস্টেল সুপার ফরহাদ আলী বাদী হয়ে মেলান্দহ থানায় মাহমুদুল হাসানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আদালতে ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিকেলে আসামি মাহমুদুল হাসানকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী নির্মোল কান্তি ভদ্র জানান, আলোচিত মমতাজ খাতুন মিমি হত্যা মামলায় একসমাত্র আসামি ছিল মাহমুদুল হাসান। আদালতে বিবাদীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসি দিয়েছেন।
শুভ্র মেহেদী/এআরএ/জেআইএম