সিরাজগঞ্জে মাদক মামলায় সোহানুর রহমান সোহাগ (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সোহানুর রহমান সোহাগ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাটারীপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ নভেম্বর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র্যাব-১২। এসময় দুই প্যাকেট আফিম ও হেরোইনসহ সোহানুর রহমান সোহাগকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ১৭ নভেম্বর র্যাবের ডিএডি জাহিদুল ইসলাম সরকার বাদী হয়ে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিকেলে বিচারক এ রায় দেন।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম