দেশজুড়ে

সামরিক চুক্তির বিষয়ে জানতে চায় জনগণ : দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যখনই জনগণ নিরপেক্ষভাবে ভোট দেয়ার সুযোগ পায়, তখনেই জনগণ বিএনপিকে ভোট দেয়।

সরকার আজ ভারতের সঙ্গে সামরিক চুক্তি করতে চায় কিন্তু প্রধানমন্ত্রী তিস্তার এক ফোট পানি আনতে পারে না। জনগণ সামরিক চুক্তি বিষয়ে জানতে চায়।

শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারে এক দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি ও আইনজীবী সমিতির নির্বাচন উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, যেখানে ভোট সেখানেই বিএনপি। জনগণ বিএনপির সঙ্গে আছে এটাই তার প্রমাণ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিরপেক্ষ একজনের হাতে ভোট দিয়ে দেখুন আপনারা কত পান আর আমরা কত পাই।

পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সম্পাদক হাফিজার রহমান বাবলা, সাবেক এমপি সালে উদ্দিন আহম্মেদ হেলাল, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।

রবিউল হাসান/এআরএ/পিআর