শিক্ষা

দরিদ্র শিক্ষার্থীদের আরো সুযোগ দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আব্দুল হামিদ দরিদ্র ও পিছিয়ে থাকা পরিবারগুলোর ছেলেমেয়েদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রে সহায়তা দিতে বৃত্তিসহ সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র (বিইউবিটি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ গুরুত্বারোপ করেন তিনি।  রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে, শিক্ষার প্রধান কেন্দ্র হয়ে ওঠার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশ ও জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, ব্যয়বহুল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আসন পেতে দরিদ্র পরিবারগুলোর সন্তানদের জন্য সুযোগ দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বৃত্তিসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। সরকার দেশে উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুযোগ বৃদ্ধি করেছে বলেও জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশে এখন নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে এবং আরো বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে। তাই, সবার দায়িত্ব হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা অর্জনের প্রকৃত স্থানে পরিণত করা। কম টিউশন ফি নিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেয়ার জন্য বিইউবিটি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সমাবর্তনে নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতে তাদের মেধা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তারা সাফল্যের উচ্চ শিখরে আরোহনে সক্ষম হবেন। আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ‘সোনার বাংলায়’ পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গ্রাজুয়েটদের অব্যাহত কাজ করে যাওয়ার নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দীক এবং বিইউবিটি উপাচার্য আবু সালেহ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির কার্টিন গ্রাজুয়েট স্কুল অব বিজনেস’র ডীন ড. মিল তারজিওভস্কি সমাবর্তন বক্তৃতা করেন।একে/আরআইপি