জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসসহ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ওই ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকও যোগদান করেন আওয়ামী লীগে। মঙ্গলবার সকালে জয়পুরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আওয়ামী লীগে যোগদানের বিষয়টি ঘোষণা করেন। আওয়ামী লীগে যোগদানকৃতরা হলেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেনসহ শতাধিক নেতাকর্মী। মহান মুক্তিযুদ্ধের চেতানায় ও বঙ্গবন্ধুর আদর্শে আস্থাশীল হয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখর মজুমদার, সাবেক উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান টিটু, সাবেক সদস্য নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুজ্জামান মিঠু প্রমুখ।এমজেড/বিএ/আরআইপি