দেশজুড়ে

গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান পলাশকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত পলাশ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জয়নউদ্দিন সরদার পাড়ার সিদ্দিক বেপারির ছেলে।গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম বাতেন জানান, পলাশ উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তিনি যুবলীগ করতেন। কিন্তু, কোনো কমিটি গঠন হয়নি। দলীয় অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জয়নউদ্দিন সরদার পাড়ার কাছাকাছি এলাকায় ২/৩ জন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।গোয়ালন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাছির উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।এসএস/এমএএস/আরআইপি