এবার এইচএসসি পরীক্ষায় রাঙামাটি জেলার ১৩ কলেজ থেকে ৫ হাজার ৫৮২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা শহরের দুটিসহ মোট ১২ কেন্দ্রে।
এগুলোর মধ্যে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে ২ কেন্দ্রে ৪১৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পাশাপাশি আলিম পরীক্ষায় ২ কেন্দ্রে অংশ নিচ্ছে ৯০ পরীক্ষার্থী। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা এসব তথ্য জানায়।
জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জোরদার থাকবে।
কেন্দ্রগুলো হল, রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, কাপ্তাই কর্ণফুলী কলেজ, কাচালং কলেজ, লংগদু রাবেতা কলেজ, কাউখালী কলেজ, রাজস্থলী কলেজ, শিজক কলেজ, নানিয়ারচর কলেজ ও বরকলের রাগীব রাবেয়া কলেজ।
এছাড়া ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে রাঙামাটি সদরের বিএম ইনস্টিটিউট ও রাজস্থলী কলেজ এবং রাঙামাটি সিনিয়র মাদরাসা ও লংগদুর মাইনিমুখ ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম