হবিগঞ্জে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে তৎপর হয়ে উঠেছে পুলিশ। সম্প্রতি সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় ৪টি জঙ্গি আস্তানার সন্ধান মেলার পরই এ তৎপরতা বেড়ে যায়।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফরম ও জঙ্গিবিরোধী লিফলেট বিলি করছে পুলিশ। করা হচ্ছে মাইকিং। পুলিশের একাধিক গ্রুপ রাস্তায় রাস্তায় ঘুরেও এসব ফরম বিতরণ করছে।
শনিবার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে দিনভর পুলিশ বিভিন্ন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট এবং তথ্য সংগ্রহের ফরম বিতরণ করে।
এদিকে, ৪টি জঙ্গি আস্তানায় অভিযানের পর শহরের বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মাঝে যেমন আতঙ্ক দেখা দিয়েছে, তেমনি সচেতনতাও বেড়েছে। অনেকেই নিজ তাগিদে ফরম পূরণ করে দিচ্ছেন।
এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক বলেন, পৌর এলাকায় ইতোমধ্যে সাড়ে ৫ হাজার ফরম বিতরণ করা হয়েছে। এখানে ১০ হাজার ফরম বিতরণের টার্গেট নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যেই এসব তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। ফরম পূরণসহ সন্দেহজনক মানুষের তথ্য পেতে মাইকিং, লিফলেট বিতরণসহ সব মাধ্যমেই প্রচারণা চালানো হচ্ছে।
সম্প্রতি সিলেটের ১টি, মৌলভীবাজারের ২টি এবং কুমিল্লার ১টি স্থানে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আস্তানায় অভিযান চালায় তারা। সেদিক বিবেচনা করেই হবিগঞ্জে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে তৎপর হয়েছে পুলিশ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম