ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সজল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজল উপজেলার পুরান কদমতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের পূর্বপাড়ায় মেঘনা নদীর তীরে বালুচাপা অবস্থায় সজলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহত সজল মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগে সজল নিজ বাড়িতে গর্ত খুঁড়ে নিজেকে মাটিচাপা দেয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম