দেশজুড়ে

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য ওমর ফারুককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে নিহত ফারুকের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে, বেলা ১২টার দিকে ফারুক হত্যার বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

হত্যা মামলায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগ সভাপতি ছলিম উল্যাসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। এ মামলায় আটক যুবলীগ নেতা ফয়সাল ও কাউছারকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুককে শুক্রবার রাতে পাটওয়ারীর হাট থেকে শ্যামগঞ্জের বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে নোয়াখালী হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আর ওই মামলার দুই আসামিকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

কাজল কায়েস/এআরএ/জেআইএম