পাবনার আটঘরিয়ার চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে পঞ্চম শ্রেণির ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ছয় শিক্ষার্থীকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, সরকারিভাবে প্রত্যেকটি বিদ্যালয়ে শনিবার থেকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। প্রথম দিনে শনিবার চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর বিকেল থেকে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
অসুস্থরা হচ্ছে, পঞ্চম শ্রেণির বৃষ্টি, রূপা, তানজিলা, সুম্মা, মায়া, আবির। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
একে জামান/এএম/জেআইএম