বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে দেশীয় বন্দুকসহ যুবক আব্দু শুক্কুরকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দু শুক্কুর সদর ইউনিয়নের চেরার কুলের গুরা মিয়ার প্রকাশের ছেলে।
শনিবার বিকেলে জারুলিয়া ছড়ি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়া ছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈকত দাশ/এআরএ/জেআইএম