বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে মোহাম্মদ হাসন আলী (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সীমান্তবর্তী আশারতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে মোহম্মদ হাসন আলী পাহাড়ি এলাকায় কাঠ আনতে গিয়ে নিখোঁজ হয়। এরপর দুপুরে সীমান্তবর্তী এলাকায় তার ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
সৈকত দাশ/এআরএ/পিআর