বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মোকাবিলা করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে গ্রিন লাইনের একটি গাড়িতে পাকিস্তান দল স্টেডিয়াম পৌঁছায়।বুধবার দুপুর আড়াইটায় সফরকারীদের বিপক্ষে বাংলাওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ২-০তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে পাকিস্তানের বিপক্ষে বাংলাওয়াশের লক্ষ্য পূরণ হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।এসএ/এমআর/বিএ/পিআর