জাতীয়

নরসিংদী আন্তঃজেলার ৬ ডাকাত আটক

নরসিংদী শিবপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে ওই ডাকাত দলকে আটক করে র‌্যাব-২ সদস্যরা। র‌্যাব-২ সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।আটকৃতরা হচ্ছেন, মো. মাসুদ, মো. মকবুল, মো. সোহেল, মো. আলী হোসেন, মো. তানভীর ও রাসেল খান।মারুফ আহমেদ জাগো নিউজকে জানান, দীর্ঘদিন থেকে তারা অস্ত্রের মুখে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।জেইউ/এএইচ/এমএস