সিরাজগঞ্জের কামারখন্দে কুদ্দুস সেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার কর্ণসূতি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কুদ্দুস উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ী গ্রামের মৃত ঈমান আলী সেখের ছেলে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কর্ণসূতি এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে কুদ্দুস। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কর্ণসূতি এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২১ হাজার ৬শ টাকা।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামি কুদ্দুস একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কামারখন্দ থানায় ধর্ষণ ও মাদকের একাধিক মামলা রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম