সিরাজগঞ্জের তাড়াশে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সকালে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, এইচএসসি (বিএম) শাখার পরীক্ষার্থী মেহেদী হাসান, নাহিদ হাসান ও রঞ্জন এক্কা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ মনসুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাড়াশ জেআই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র ও বসতুল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পরীক্ষার হলে নকলের বিষয়টি নজরে এলে তাদের বহিষ্কার করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস