দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনারুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার রনশিয়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে আনারুল পাশের দানাজপুর বাজারে ইব্রাহীমের দোকান থেকে পান নিচ্ছিলেন।

এ সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতককে আটকের চেষ্টা চলছে।

রবিউল এহসান রিপন/এএম/জেআইএম