মঙ্গলবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে বাড়ি-ঘরের টিনের চালা। ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে খাবার পানির হাহাকার শুরু হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শত শত গাছপালা ও ঘরবাড়ি। ঝরে পড়ে বিপুল পরিমাণ আম। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করতে সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। এদিকে রাত থেকে বিদ্যুৎ না থাকলেও ভেঙে পরা বৈদ্যুতিক খুঁটি মেরামতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেয়ায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে চাঁপাইনবাবগঞ্জে পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। তবে বিদ্যুৎ পেলে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। কবে নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে জানতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সাথে যোগাযোগের জন্য বার বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।এসএস/এমএএস/আরআইপি