দেশজুড়ে

বান্দরবানে সাবেক ইউপি সদস্যসহ অপহৃত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বাইশারীর পার্শ্ববর্তী ঈদগাহ এলাকা থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে গেলেও খবরটি বুধবার জানা জানি হয়।তবে এখনও পর্যন্ত পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারেনি।অপহৃতরা হলেন, বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২নং বাইশারির সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম (৫৫), কক্সবাজারের রামু উপজেলার চরপাড়ার বাসিন্দা সাইফুল আলম (২৮) এবং কক্সবাজারের ঈদগড় এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৩৮) ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সিএনজি অটোরিকশা যোগে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিল তারা। এ সময় সিএনজিটি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ঢালা নামক স্থানে আসলে  দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মুঠোফোনে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ।বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এমএএস/আরআই