চাঁদপুরের ফরিদগঞ্জের সিরাজুল ইসলামকে হত্যার দায়ে আসামি আব্দুর সাত্তারকে ফাঁসির আদেশ ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ সোমবার দুপুরে এ রায় দেন।
রায়ের বিবরণী থেকে জানা যায়, ২০০০ সালের ৮ ডিসেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর গ্রামের ছৈয়াল বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে একই বাড়ির আব্দুর সাত্তারের সঙ্গে সিরাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। ঘটনাটি স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা মীমাংশার জন্য পরদিন শালিশ ডাকে।কিন্তু ঝগড়ায় লিপ্ত হয়ে এক পর্যায়ে শালিশের সামনেই আব্দুর সাত্তার সিরাজুল ইসলামকে ছুরিকাঘাত করে।
হাসপাতাল নেয়ার পথে সিরাজুল মারা যায়। এ ঘটনায় সিরাজুলের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। পরে বিচারক আজ সোমবার এ রায় প্রদান করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন কাজী হাবিবুর রহমান।
ইকরাম চৌধুরী/এফএ/পিআর