কুড়িগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কের পর তরুণীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে মূল অভিযুক্ত রাশেদুল ইসলামসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাত থেকে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সর্ম্পক গড়ে তোলে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জের কেরানীপাড়ার হোসেন আলীর ছেলে রাশেদুল ইসলাম। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সর্ম্পকের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয় রাশেদুল।
কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র রাশেদুলকে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় ওই তরুণীর লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এ ঘটনায় মেয়ের মামা বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করলে পুলিশ তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মামলার মূল আসামি রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট আরও ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
নাজমুল হোসাইন/আরএআর/এমএস