দিনাজপুর-পঞ্চগড় রুটে ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে বিরলের কাঞ্চন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ডেমু ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকাল ১০টার দিকে রেল যোগাযোগ শুরু হয়।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সহকারী সুপার গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কাঞ্চন রেল জংশনের স্টেশন মাস্টার ইদ্রিস আলী ও পয়েন্টম্যান খাদেমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, ত্রুটিযুক্ত লাইনে ক্লিয়ার দিলে ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। এসময় ডেমু ট্রেনের লাইনচ্যুত হয়।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর