দেশজুড়ে

জিজ্ঞাসাবাদে জঙ্গিদের কাছে কোনো তথ্য মেলেনি

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেছেন, দেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই। এটি একটি প্রোপাগান্ডা। পুলিশের হাতে ধরা পড়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে আইএসের বিষয়ে তেমন কোনো তথ্য মেলেনি।

সোমবার বিকেলে মেহেরপুরের পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অতিরিক্ত আইজিপি বলেন, জঙ্গি সমস্যা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীজুড়ে এর তৎপরতা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে যে সাফল্য দেখিয়েছে পৃথিবীর অনেক শক্তিশালী দেশ এ ধরনের সাফল্য দেখাতে পারেনি।

মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ডিআইজি দিদার আহম্মেদ এবং খুলনা বিভাগের ৯ জেলার পুলিশ সুপাররা।

আসিফ ইকবাল/এআরএ/এমএস