দেশজুড়ে

হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে সীমান্তের নারায়নপুর এলাকা থেকে ওষুধগুলো জব্দ করা হয়। এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

হিলি বাসুদেবপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা তিন লাখ ২০ হাজার পিচ প্যাকটিন, দুই লাখ পিচ ডেক্সসন ও দুই লাখ পিচ নিচক্যাপ ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে ট্যাবলেটগুলো উদ্ধার করে ১ কোটি ৬৪ লাখ টাকা সিজার মূল্যে হিলি শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি