দেশজুড়ে

কুষ্টিয়ার ১০ বছরে ক্রসফায়ারে নিহত ৪৪

কুষ্টিয়ার মিরপুরে পুলিশ এবং র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় গত দশ বছরে ৪৪ জন সন্ত্রাসী, চরমপন্থী এবং ডাকাত নিহত হয়েছেন। সূত্র জানায়, ২০০৬ সালে ৯ এপ্রিল থেকে ২০১৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত গত দশ বছরে কুষ্টিয়ার মিরপুরে পুলিশ এবং র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৪৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এর মধ্যে ২০০৬ সালে ১৬জন, ২০০৭ সালে ৫জন, ২০০৯ সালে ৯জন, ২০১১ সালে ৫জন, ২০১২ সালে ২জন, ২০১৩ সালে ১জন, ২০১৪ সালে ১জন, ২০১৫ সালে ১জন এবং ২০০৮ ও ২০১০ সালে ৪জন নিহত হয়। নিহতদের সবাই শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত এবং সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।এসএস/এআরএস/পিআর