দেশজুড়ে

মেহেরপুরে জামায়াতের ২৪ নেতা-কর্মী আটক

মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রাম থেকে জামায়াত ইসলামির ২৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। গোপন বৈঠককালে তাদের আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার টেংরামারি গ্রামে জামায়াতের গোপন বৈঠক চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালাই।

এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের ২৪ নেতা-কর্মীকে আটক করা হয়। পরে সেখান থেকে বেশ কিছু ইসলামি বই উদ্ধার করা হয়েছে। আটকদের আজ বুধবার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

আসিফ ইকবাল/এফএ/আরআইপি