একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মো. নজরুল ইসলাম (টিটু)’র উপর চাল চোরাকারবারীদের হামলা ও তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, দৈনিক গিরিদর্পণের ব্যুরো প্রধান সেলিম আহমেদ চৌধুরী, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার। এসময় বক্তারা নজরুল ইসলাম টিটু উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেলে বান্দরবান ১নং গলি পৌর শপিং কমপ্লেক্সের পাশে চাল চোরাকারবারীদের হামলার শিকার হন একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম টিটু।এসএস/এএ/আরআই