দিনাজপুরের বীরগঞ্জে ঢাকাগামী হানিফ পরিবহন এবং পঞ্চগড়গামী পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় মাইক্রোবাসের হেলপার উজ্জ্বল রায়সহ (১৭) আহত হয়েছেন ১৩ জন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
নিহত মো. সেলিম (৩৮) বগুড়া উপশহরের মো. মকছেদ আলীর ছেলে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপজেলার সুজালপুর ইউয়নের টালিথাকুমি মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে উজ্জ্বল রায় (১৭) এবং বাদল (২৬) নামে দুইজনকে আশংকাজনক দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ, মাইক্রোবাস এবং ডে কোচটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম