দেশজুড়ে

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কারবালা দিঘী নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কারবালা দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটিতে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধ কাটা পড়ে। পরে রেললাইনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বৃদ্ধের পরণে লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে।

লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ূব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

রবিউল হাসান/এফএ/আরআইপি