সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় ট্রাকচাপায় সোহাগ হোসেন (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন আলিপুর গ্রামের আরামউদ্দিনের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পথচারী সোহাগ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক চালকসহ দুইজন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর