দেশজুড়ে

সেই মিলির বিরুদ্ধে আবারও তথ্যপ্রযুক্তি আইনে মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত নোট আগুনে পুড়িয়ে দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় বিতর্কিত নারী নেত্রী ফারহানা মিলির বিরুদ্ধে আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় জেলা যুব মহিলা লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তি খান এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলি গত ২৮ মার্চ রাতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জেলা যুব মহিলা লীগের কয়েকজন নেত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট দেন।

মিলি তার সেই পোস্টে লেখেন, ‘চরিত্রহীন যুব মহিলা লীগের কয়েকজন অতি উত্তেজিত যুবতী, যৌবনের তারণায় পত্রিকার পাতায় উক্তি লিখে মিথ্যা খবর ছাপিয়ে দেয়াকে নেতৃত্ব বলে না, চুচ্যা ধানের বীজ ফেলিলে চুচ্যা ধানই ফলে, ক্ষমতার আদলে হুঁশ হারিয়ে বেহুঁশে অযোগ্য নারী নেত্রীরা, ভণ্ডামির চরমে পৌঁছেছে যুব মহিলা লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেজবাহ্ উদ্দিন ভূঁইয়া মামলা রেকর্ড হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবিসম্বলিত এক হাজার টাকার নোট আগুনে পুড়িয়ে দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের ঘটনায় গত ২০১৬ সালের ২৬ অক্টোবর তথ্যপ্রযুক্তি আইনে তৎকালীন যুব মহিলা লীগের ‘কথিত’ নেত্রী ফারহানা মিলির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন।

এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত হয়ে পড়েন মিলি। তবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ‘একতরফা’ সম্মেলনে মিলিকে সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়।

আজিজুল সঞ্চয়/বিএ