সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে ৭০ হেক্টর জমির বোরো ধান। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব কৃষকরা। জেলার তালা ও আশাশুনি উপজেলায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। অন্যদিকে কলারোয়াসহ অন্যান্য উপজেলাগুলোতেও কমবেশি ছড়িয়েছে এ রোগ।
তালার শ্রীমন্তকাটি এলাকার কৃষক আতিয়ার রহমান জানান, তিন বিঘা জমির ধানের প্রায় অর্ধেকটাই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। কোনো কিছু বুঝে উঠার আগেই ধানের পাতাগুলো শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। খুব ক্ষতিগ্রস্ত হলাম।
তিন প্রকার ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব ঘটেছে জানিয়ে কলারোয়া উপজেলার কৃষক আকলিমা খাতুন বলেন, কলারোয়া উপজেলার কিছু কিছু এলাকায় এ রোগ ছড়িয়েছে।
কৃষকদের ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, তালা ও আশাশুনি উপজেলার কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আক্রান্ত হওয়ার মাত্রই ছত্রাকনাশক স্প্রে করলে ব্লাস্ট রোগটি ছড়াতে পারে না। অতিরিক্ত গরম, অতিরিক্ত কুয়াশা বা ইউরিয়ার কারণেও এ রোগ ছড়াতে পারে।
আকরামুল ইসলাম/এআরএ/এমএস