ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খাদিজা আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে কসবা রেলওয়ে স্টেশন থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
নিহত খাদিজা কসবা উপজেলার চারগাছ গ্রামের সেলিম হাজারির মেয়ে। খাদিজা চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় নিচ্ছিলেন।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন খাদিজা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, কী কারণে খাদিজা আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস