দেশজুড়ে

একই স্থানে সাবেক ও বর্তমান এমপির সমাবেশ

জেলার ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নে বর্তমান ও সাবেক এমপির শনিবারের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চলছে। সমাবেশকে ঘিরে উভয় দলই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। একই স্থানে একই সময় দুই সাবেক ও বর্তমান এমপির সমাবেশকে ঘিরে গোটা এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে ওই স্থানে শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হলেও উভয় দল তাদের সমাবেশ সফল করতে মাইকিং অব্যাহত রেখেছে। সমাবেশ স্থলে শুক্রবার সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ঘারুয়া স্কুল মাঠে শনিবার বিকেলে সমাবেশের অনুমতি চাইলে প্রশাসনের তরফ থেকে তাকে অনুমতি দেয়া হয়। অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফরউল্লাহ একই স্থানে সমাবেশ করার অনুমতি চাইলে প্রশাসন বিপাকে পড়ে। স্থানীয় যুবলীগের আয়োজনে সেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর। ফলে প্রশাসনের পক্ষ থেকে উভয় দলকে ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশ করার কথা বলা হলে তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। যেকোন খারাপ পরিস্থিতি এড়াতে ঘারুয়া স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে, বর্তমান এমপির দলের প্রভাবশালী নেতা, ভাংগা উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, আমরা প্রশাসনের কাছ থেকে জনসভার অনুমতি নিয়েছি। যেকোন মূল্যে আমরা সমাবেশ সফল করবো। কেউ বাঁধা দিতে আসলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। প্রশাসন যদি আমাদের সমাবেশ করতে না দেয় তাহলে আমরা পার্শ্ববর্তী কোন স্থানে সমাবেশ করবো।অপরদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ গ্রুপের অন্যতম নেতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলায়েন বলেন, যুবলীগের ব্যানারে একটি সমাবেশ হবে। আমরা সমাবেশ সফল করতে কাজ করছি।ফরিদপুরের ভাংগায় দুই হেভিওয়েট ব্যক্তির সমাবেশকে ঘিরে টানটান উত্তেজনা চলার প্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোন পরিস্থিতি এড়াতে ২ জন ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে ২ প্লাটুন পুলিশ সমাবেশস্থল ঘারুয়া স্কুল মাঠে শনিবার সকাল থেকে মোতায়েন রাখা হবে বলে জানিয়ছেন ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমজেড/পিআর