দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রসহ চারজনের মৃত্যুর ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিকে রোববার থেকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিহতদের পরিবারের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের অবহেলায় কারণে গত বুধবার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার এলাকায় কলেজছাত্রসহ চারজন মারা যান।

এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ইলেকট্রিশিয়ান ও স্থানীয়রা তদন্তসহ বিচার চেয়ে ওদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য বিলম্ব হলেও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রবিউল  হাসান/এএম/আরআইপি