মুক্তি পাচ্ছে সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিনীত ছবি `মহুয়া সুন্দরী` এর অডিও অ্যালবাম। সরকারী অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন রওশন আরা নিপা। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। এতে গান রয়েছে মোট ছয়টি। গানগুলোর সংগীতায়োজন করছেন অমিত ও ইমন সাহা।নির্মাতা সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহে সিনেমার গানের অডিও অ্যালবাম প্রকাশ করা হবে। এরই মধ্যে `মহুয়া সুন্দরী` সিনেমার ট্রেলার ও কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এএ