জাতীয়

খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির

নিজ দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালানোয় খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। তার আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইসির উপ-সচিব শামসুল আলম শুক্রবার রাত সাড়ে ১১টায় জাগো নিউজকে একথা বলেন। তিনি জানান, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারের সময় যাতে কেউ গাড়ি ব্যবহার করতে না পারেন সেদিকে দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি আমরা। কমিশনের একজন কর্মকর্তা জানান, শুধু রিটার্নিং কর্মকর্তা নয়, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককেও শনিবার বাহকের মাধ্যমে ওই চিঠির অনুলিপি পাঠানো হবে। শুক্রবার রাতে ইসির পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয় “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাড়ি বহর নিয়ে দলসমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় নিয়োজিত থাকায় জন চলাচলের বিঘ্ন হচ্ছে। পাশাপাশি তার গাড়ি বহরে কিছু ব্যক্তি অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করছে। সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধিমালা ২০১০ এর সুস্পষ্ট লঙ্ঘন। এদিন ইসি সচিবালয় বন্ধ থাকায় বিকেলে কমিশনারের বাসায় বাসায় গিয়ে ফাইলে স্বাক্ষর নেন এক কর্মকর্তা। রাতেই এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়। মূলত নিজ দলীয় প্রার্থীর পক্ষে মোটরযান নিয়ে খালেদা জিয়ার নির্বাচনী প্রচার বন্ধে আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থীর হয়ে কাজ করা সহস্র নাগরিক কমিটির অভিযোগের একদিন পরই এ ব্যবস্থা নিল ইসি। নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত সহস্র নাগরিক কমিটি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুসের নেতৃত্বে তারা কমিশনে যান।এইচএস/এসআরজে