‘মাশরাফি তুমি ফিরে এসো, তোমার কাছে এই চাওয়া আমাদের, মাশরাফি তোমার অবদান ভোলার না’ এমনই বিভিন্ন লেখা সংবলিত ব্যানার নিয়ে মাশরাফি ভক্তরা হাজির হন মেহেরপুর প্রেসক্লাবের সমানে। তাকে টি-২০ ক্রিকেটে ফেরানোর জন্য আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় মাশরাফিকে টি-২০ ক্রিকেট অধিনায়ক থেকে অপসারণের জন্য বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সমালোচনা করেন বক্তরা।
বক্তরা বলেন, মাশরাফি বাংলাদেশের সফল অধিনায়ক। তার নেতৃত্বে সব ধরনের ক্রিকেট জেতার ধারাবাহিকতা অর্জন করেছে বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের নাজুক অবস্থার পরিবর্তন শুরু হয়েছে। মাশরাফিকে টি-২০ দলে আবারও অধিনায়ক করার দাবি মাশরাফি ভক্তদের।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবির, মুজাহিদ মুন্না, আব্দুল আলিম, মানিক।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম