সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রকিব মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ৪টার দিকে গোপিনাথপুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রকিব মোল্যা কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত.আব্দুর রহমান মোল্যার ছেলে ও ৩নং কয়লা ইউপির সাবেক চেয়ারম্যান।
শেখ তামিম আজাদ মেরিন একই গ্রামের শামছুল আরেফিনের ছেলে ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নাশকতা ও প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি