ক্যাম্পাস

ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে এ সংক্রান্ত নোটিশ লাগিয়ে দেয় নির্বাচন কমিশন।জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে কমিশন। কিন্তু কোন কারণ ছাড়াই নির্বাচনের দিন হঠাৎ করে তা স্থগিত করায় ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষকরা। আকস্মিকভাবে নির্বাচন স্থগিত করার পর সমিতির কার্যালয়ের সামনে হট্টগোল শুরু করে আওয়ামী-বাম ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা।আওয়ামী-বাম প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. আ ন ম রেজাউর করিম বলেন, আমরা সকালে ভোট দিতে এসে স্থগিত করার নোটিশ দেখি। এটা কেমন কথা যে নির্বাচনের দিন তা স্থগিত করা হলো।বিএনপি-জামায়াত সমর্থিত সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দিন কাউকে কোন কিছু না জানিয়ে কমিশন স্থগিত করার নোটিশ দিতে পারেন না। আওয়ামীপন্থীরা ভরাডুবির আশংকায় নির্বাচন স্থগিত করেছে। এটা আমরা মেনে নেব না।এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।এসএস/আরআই