সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ মোট ৫ জন নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলা ও উল্লাপাড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উাল্লাপাড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শংকর কুমার পাল নামে এক প্রভাষক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার লালর এলাকার বাসিন্দা ও হেলার ভিজিটর চায়না রানী পাল (৪৫) ও তার মেয়ে তুলি রানী পাল (৬)। গুরুতর আহত শংকর কুমার পাল শাহজাদপুর চর সাতবাড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক শংকর পাল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর থেকে কর্মস্থল সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিলেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চায়না রানী ও তার মেয়ে তুলি রানী মারা যান। এসময় শংকর কুমার পালও গুরুতর আহত হন। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া এলাকায় বাসচাপায় দুই ভাইসহ ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয় দেব কুমার জানান, সকালে কামারখন্দের চৌবাড়ী এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে ৫ যাত্রী যমুনার চরে যাচ্ছিলেন। তারা বনবাড়িয়া এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাস ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষের মধ্যে পড়ে অটোরিকশাটি।
এতে ঘটনাস্থলে দুই সহোদরসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম