দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ লাকি বেগম (৩০) ও নাছিমা আক্তার (২৫) নামে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক লাকি জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রমের উজ্জল মিয়ার স্ত্রী ও নাছিমা একই উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে। তারা দুজনই মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে সুলতানপুর বাস স্ট্যান্ডের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ লাকি বেগমকে আটক করা হয়। একই সময়ে সুলতানপুর যাত্রী ছাউনির সামনে একটি বাজারের ব্যাগ নিয়ে অপেক্ষারত নাছিমা অক্তারকে ২০ বোতল ফেনসিডিল আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম