জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ঢাকারপাড়া গ্রামের সবুজ মিয়ার শিশু কন্যা সীমা আক্তার (৫) ও একই গ্রামের রকি মিয়ার শিশু কন্যা রুপা বেগম (৫)। তারা দুজনেই এলাকার ঢাকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে শিশু দুটি ঢাকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায়।
বিকেলে এলাকাবাসী ওই পুকুরে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদুজ্জামান/এএম/জেআইএম